শিরোনাম
৩০/১০/২০২৩ খ্রি. তারিখে ময়মনসিংহ জিলা স্কুলে শব্দদূষণ কর্মশালা
বিস্তারিত
৩০/১০/২০২৩ খ্রি. তারিখে ময়মনসিংহ জিলা স্কুলে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প" এর আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে শব্দসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, কারণ ও নিয়ন্ত্রণে করণীয় এবং শব্দদূষণ(নিয়ন্ত্রণ)বিধিমালা
, ২০০৬ এর উল্লেযোগ্য বিষয়সমূহ প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। অত্র স্কুলের প্রধান শিক্ষিকা জনাব অনিমা রানী সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলরুবা আহমেদ, পরিচালক (উপসচিব), পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ। কর্মশালায় স্বাগত বক্তব্য ও শব্দ দূষণ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন জনাব আব্দুল্লাহ আল মনসুর, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মেজ- বাবুল আলম, উপপরিচালক পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ এবং স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।